একনজরে এইচএসসি ও সমমানের ফল দেখুন


২০২১ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষায় ১৩ লাখ ৬ হাজার ৭১৮ জন পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন। মোট ১৪ লাখ ৩ হাজার ২৪৪ জন পরীক্ষার্থী এ পরীক্ষায় অংশ নিয়েছিলেন। মোট জিপিএ ফাইভ পেয়েছেন ১ লাখ ৮৯ হাজার ১৬৯ জন পরীক্ষার্থী। এসএসসি ও সমমানে মোট পাসের হার ৯৫ দশমিক ২৬ শতাংশ।

২০২১ সালের ১১টি শিক্ষা বোর্ডের ১৪ লাখ ৩ হাজারের বেশি শিক্ষার্থীর এইচএসসি ও সমমানের পরীক্ষা দেয়ার কথা ছিল। গত ২ ডিসেম্বর থেকে ৩০ ডিসেম্বর পর্যন্ত এইচএসসির লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। 

২০২১ সালের ৯টি সাধারণ বোর্ডের অধীনে অনুষ্ঠিত এইচএসসি পরীক্ষায় ৯৫ দশমিক ৫৭ শতাংশ শিক্ষার্থী পাস করেছে। শুধু এইচএসসিতে জিপিএ ফাইভ পেয়েছেন ১ লাখ ৭৮ হাজার ৫২২ জন শিক্ষার্থী। ৯টি সাধারণ বোর্ডের অধীনে অনুষ্ঠিত এইচএসসি পরীক্ষায় পাস করেছেন ১০ লাখ ৬৬ হাজার শিক্ষার্থী।

আলিম পরীক্ষা মাদরাসা শিক্ষা বোর্ডঃ

আলিম পরীক্ষায় মাদরাসা শিক্ষা বোর্ডের ৪ হাজার ৮৭২ জন পরীক্ষার্থী জিপিএ ফাইভ পেয়েছে। এ বছর আলিমে ৯৫ দশমিক ৪৯ শতাংশ শিক্ষার্থী পাস করেছে।  এ বছর মাদরাসা বোর্ড থেকে ১ লাখ ১৩ হাজার ১৪৪ জন পরীক্ষার্থী আলিম পরীক্ষায় অংশ নিতে ফরম পূরণ করেছিলেন। তাদের মধ্যে ১ লাখ ১ হাজার শিক্ষার্থী পাস করেছে।

এইচএসসি বিএম-ভোকেশনালঃ


এইচএসসি বিএম-ভোকেশনাল পরীক্ষায় কারিগরি শিক্ষা বোর্ডের ৫ হাজার ৭৭৫ জন পরীক্ষার্থী জিপিএ ফাইভ পেয়েছে। এ বছর এ পরীক্ষায় ৯২ দশমিক ৮৫ শতাংশ শিক্ষার্থী পাস করেছে।  এ বছর কারিগরি বোর্ড থেকে ১ লাখ ৪৯ হাজারের বেশি পরীক্ষার্থী এইচএসসি বিএম ও ভোকেশনাল পরীক্ষায় অংশ নিয়েছিলো। তাদের মধ্যে ১ লাখ ৩৮ হাজার শিক্ষার্থী পাস করেছে।

সাধারণ বোর্ড


যশোর বোর্ডের ২০ হাজার ৮৭৮ জন পরীক্ষার্থী জিপিএ ফাইভ পেয়েছে। এ বছর বোর্ডের ৯৮ দশমিক ১১ শতাংশ শিক্ষার্থী পাস করেছে। গতবছর অর্থাৎ ২০২০ খ্রিষ্টাব্দে এ বোর্ডের ১২ হাজার ৮৯২ জন পরীক্ষার্থী এইচএসসিতে জিপিএ ফাইভ পেয়েছিল। এ বছর যশোর বোর্ড থেকে ১ লাখ ৩১ হাজারের বেশি পরীক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশ নিতে ফরম পূরণ করেছিলেন। তাদের মধ্যে ১ লাখ ২৫ হাজার শিক্ষার্থী পাস করেছে।

রাজশাহী বোর্ডের ৩২ হাজার ৮০০ জন পরীক্ষার্থী জিপিএ ফাইভ পেয়েছে। এ বছর বোর্ডের ৯৭ দশমিক২৯ শতাংশ শিক্ষার্থী পাস করেছে। গতবছর অর্থাৎ ২০২০ খ্রিষ্টাব্দে এ বোর্ডের ২৬ হাজার ৫৬৮ জন পরীক্ষার্থী এইচএসসিতে জিপিএ ফাইভ পেয়েছিল। এ বছর রাজশাহী বোর্ড থেকে ১ লাখ ৫০ হাজারের বেশি পরীক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশ নিতে ফরম পূরণ করেছিলেন। তাদের মধ্যে ১ লাখ ৪৩ হাজার শিক্ষার্থী পাস করেছে। 

সিলেট বোর্ডের ৪ হাজার ৭৩১ জন পরীক্ষার্থী জিপিএ ফাইভ পেয়েছে। এ বছর বোর্ডের ৯৪ দশমিক ৮ শতাংশ শিক্ষার্থী পাস করেছে। গতবছর অর্থাৎ ২০২০ খ্রিষ্টাব্দে এ বোর্ডের ৪ হাজার ২৪২ জন পরীক্ষার্থী এইচএসসিতে জিপিএ ফাইভ পেয়েছিল। এ বছর সিলেট বোর্ড থেকে ৬৭ হাজার ৯৯৮ জন পরীক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশ নিতে ফরম পূরণ করেছিলেন। তাদের মধ্যে ৬৩ হাজার ১৯৩ শিক্ষার্থী পাস করেছে।

ময়মনসিংহ বোর্ডের ৭ হাজার ৬৮৭ জন পরীক্ষার্থী জিপিএ ফাইভ পেয়েছে। এ বছর বোর্ডের ৯৫ দশমিক ৭১ শতাংশ শিক্ষার্থী পাস করেছে। গতবছর অর্থাৎ ২০২০ খ্রিষ্টাব্দে এ বোর্ডের ১০ হাজার ৪০ জন পরীক্ষার্থী এইচএসসিতে জিপিএ ফাইভ পেয়েছিল। এ বছর ময়মনসিংহ বোর্ড থেকে ৬৯ হাজারের বেশি শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশ নিতে ফরম পূরণ করেছিলেন। তাদের মধ্যে ৬৬ হাজার ২৫০ জন শিক্ষার্থী পাস করেছে। 

দিনাজপুর বোর্ডের ১৫ হাজার ৩৪৯ জন পরীক্ষার্থী জিপিএ ফাইভ পেয়েছে। এ বছর বোর্ডের ৯২ দশমিক ৪৩ শতাংশ শিক্ষার্থী পাস করেছে। গতবছর অর্থাৎ ২০২০ খ্রিষ্টাব্দে এ বোর্ডের ১৪ হাজার ৮৭১ জন পরীক্ষার্থী এইচএসসিতে জিপিএ ফাইভ পেয়েছিল। এ বছর দিনাজপুর বোর্ড থেকে ১ লাখ ১৫ হাজার ৯৮৬ জন পরীক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশ নিতে ফরম পূরণ করেছিলেন। তাদের মধ্যে ১ লাখ ৪ হাজার শিক্ষার্থী পাস করেছে।

বরিশাল বোর্ডের ৯ হাজার ৯৭১ জন পরীক্ষার্থী জিপিএ ফাইভ পেয়েছে। এ বছর বোর্ডের ৯৫ দশমিক ৭৬ শতাংশ শিক্ষার্থী পাস করেছে। গতবছর অর্থাৎ ২০২০ খ্রিষ্টাব্দে এ বোর্ডের ৫ হাজার ৫৬৮ জন পরীক্ষার্থী এইচএসসিতে জিপিএ ফাইভ পেয়েছিল। এ বছর বরিশাল বোর্ড থেকে ৬৮ হাজার ৪৪১ বেশি শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশ নিতে ফরম পূরণ করেছিলেন। তাদের মধ্যে ৬৩ হাজার ৯৬৪ শিক্ষার্থী পাস করেছে।


কুমিল্লা বোর্ডের ১৪ হাজার ১৫৩ জন পরীক্ষার্থী জিপিএ ফাইভ পেয়েছে। এ বছর বোর্ডের ৯৭ দশমিক ৪৯ শতাংশ শিক্ষার্থী পাস করেছে। গতবছর অর্থাৎ ২০২০ খ্রিষ্টাব্দে এ বোর্ডের ৯ হাজার ৩৬৪ জন পরীক্ষার্থী এইচএসসিতে জিপিএ ফাইভ পেয়েছিল। এ বছর কুমিল্লা বোর্ড থেকে ১ লাখ ১৭ হাজারের বেশি শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশ নিতে ফরম পূরণ করেছিলেন। তাদের মধ্যে ১ লাখ ১১ হাজার ৬৮০ জন শিক্ষার্থী পাস করেছে।

চট্টগ্রাম বোর্ডের ১৩ হাজার ৭২০ জন পরীক্ষার্থী জিপিএ ফাইভ পেয়েছে। এ বছর বোর্ডের ৮৯ দশমিক ৩৯ শতাংশ শিক্ষার্থী পাস করেছে। গতবছর অর্থাৎ ২০২০ খ্রিষ্টাব্দে এ বোর্ডের ১২ হাজার ১৪৩ জন পরীক্ষার্থী এইচএসসিতে জিপিএ ফাইভ পেয়েছিল। এ বছর চট্টগ্রাম বোর্ড থেকে ১ লাখ ১ হাজার ২৫১ জন পরীক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশ নিতে ফরম পূরণ করেছিলেন। তাদের মধ্যে ৮৯ হাজার ৬২ শিক্ষার্থী পাস করেছে।

ঢাকা বোর্ডের ৫৯ হাজার ২৩৩ জন পরীক্ষার্থী জিপিএ ফাইভ পেয়েছে। এ বছর ঢাকা বোর্ডের ৯৬ দশমিক ২০ শতাংশ শিক্ষার্থী পাস করেছে। গতবছর অর্থাৎ ২০২০ খ্রিষ্টাব্দে এ বোর্ডের ৫৭ হাজার ৯২৬ জন এইচএসসিতে জিপিএ ফাইভ পেয়েছিল। ঢাকা বোর্ড থেকে ৩ লাখ ১৫ হাজারের বেশি শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশ নিতে ফরম পূরণ করেছিলেন। তাদের মধ্যে ২ লাখ ৯৮ হাজার শিক্ষার্থী পাস করেছে।

Post a Comment

0 Comments