১০ ফেব্রুয়ারির (বৃহস্পতিবার) পর যে কোনো দিন এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হবে। ১০ ফেব্রুয়ারির পর যে কোনো দিন ফল প্রকাশ করা হবে এ জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুমতির জন্য অপেক্ষায় আছে শিক্ষা প্রশাসন। প্রধানমন্ত্রীর অনুমতি পেলেই এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হবে।
বোর্ড সূত্র জানা গেছে, ইতিমধ্যে ফল প্রস্তুতের সকল কার্য সম্পন্ন হয়ে গেছে । এখন প্রধানমন্ত্রী যেদিন সময় দেবেন সেদিন ফল প্রকাশ করা হবে ।
আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক নেহাল আহমেদ বলেন ,আমাদের লক্ষ্য ছিল ফেব্রুয়ারির শুরুতেই ফল প্রকাশ করার। কিন্তু করোনা পরিস্থিতির কারণে অনেক দেশের ফ্লাইট বন্ধ থাকায় বিদেশের কেন্দ্রগুলোর খাতা আসতে কিছুটা দেরি হয়। তাই ফল প্রকাশের লক্ষ্যমাত্রা থেকে আমরা কিছুটা পিছিয়ে গেছি।
২০২১ খ্রিষ্টাব্দে এইচএসসি ও সমমানের পরীক্ষায় ৯টি সাধারণ শিক্ষা বোর্ড এবং মাদরাসা ও কারিগরি শিক্ষা বোর্ড মিলিয়ে মোট পরীক্ষার্থীর সংখ্যা প্রায় ১৪ লাখ। গত ৩০ ডিসেম্বর পর্যন্ত এইচএসসির লিখিত পরীক্ষা চলে। এরপর পরীক্ষার্থীদের ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হয়। এখন পরীক্ষার্থীদের ফল প্রক্রিয়া করছে শিক্ষা বোর্ডগুলো।
এইচএসসির সকল বোর্ডের রেজাল্ট দেখতে নিচের বাটনে প্রেস করুনঃ
যশোর বোর্ডের রেজাল্ট দেখতে নিচের বাটনে প্রেস করুনঃ
Post a Comment