..........“ব্যবসা করো, শিল্প ধরো, চাকরির মায়া ছাড়ো”..........

......................................প্রফুল্ল চন্দ্র রায় (Prafulla Chandra Ray)................................
Breaking News
Loading...
আমাদের ওয়েবসাইটে প্রবেশ করার জন্য আপনাকে স্বাগতম। আমাদের নিয়মিত আপডেট খবর ও চাকুরীর খবর পেতে এখনই ওয়েব পেজটি সাবস্ক্রাইব করুন। আর আমাদের অফিসিয়াল ফেসবুক পেজে লাইক দিয়ে আপডেট থাকুন। তাহলে আমাদের নিয়মিত পোস্টগুলো আপনারা সাথে সাথেই পেয়ে যাবেন।"ধন্যবাদ “Welcome to our website. Subscribe to our web page now to get our regularly updated news and job news. And stay updated with likes on our official Facebook page. Then you will get our regular posts immediately. "Thank you“

সাম্প্রতিক সাধারন জ্ঞান/ Recent Questions And Answer: ( অক্টেবর ২০২১)

            সাম্প্রতিক সাধারন জ্ঞান ( অক্টেবর ২০২১)

                                     Recent Questions And Answer:                                          



                                                 ০১ অক্টোবর ২০২১

১-ইন্টারন্যাশনাল প্রেস ইনস্টিটিউটের (আইপিআই) নতুন ভাইস চেয়ারম্যান  -মাহ্‌ফুজ আনাম (বাংলাদেশের ইংরেজি দৈনিক ডেইলি স্টার-এর সম্পাদক)

বিস্তারিতঃ

  • মাহ্‌ফুজ আনাম ছাড়াও আইপিআইয়ের বৈশ্বিক নির্বাহী বোর্ডের ভাইস চেয়ারম্যান হয়েছেন আরও তিনজন।
  • স্পেনের অনলাইন সংবাদমাধ্যম পাবলিকোর এডিটর ইন চিফ ও দ্য প্ল্যাটফর্ম ফর দ্য ডিফেন্স অব ফ্রি এক্সপ্রেশনের (পিডিএলআই) চেয়ারম্যান ভার্জিনিয়া পেরেজ আলোনসো।
  • যুক্তরাষ্ট্রভিত্তিক বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসের (এপি) এডিটর অ্যাট-লার্জ জন ড্যানিসজেউস্কি এবং আইপিআইয়ের তুরস্ক ন্যাশনাল কমিটির চেয়ারম্যান ও জার্নো ডটকমের প্রজেক্ট এডিটর এমরি কিজিলকায়া।



২-দেশের প্রথম পূর্ণদৈর্ঘ্য অ্যানিমেশন ছবি -‘মুজিব আমার পিতা (৩০০ তরুণের সৃষ্টিকর্ম)

বিস্তারিতঃ

  • প্রধানমন্ত্রী শেখ হাসিনার লেখা বই ‘শেখ মুজিব আমার পিতা’ অবলম্বনে তৈরি হয়েছে দেশের প্রথম পূর্ণদৈর্ঘ্য অ্যানিমেশন চলচ্চিত্র- ‘মুজিব আমার পিতা’। 
  •  চলচ্চিত্রটিকে বলা হচ্ছে দেশের প্রথম ফিচার-লেংথ অ্যানিমেশন ফিল্ম।
  • এটি পরিচালনা করছেন সোহেল মোহাম্মদ রানা।
  • চলচ্চিত্রটি তথ্য ও প্রযুক্তি মন্ত্রণালয়ের আইসিটি ডিভিশনের অর্থায়নে প্রযোজনা সংস্থা প্রোলেন্সার স্টুডিও থেকে নির্মিত হয়েছে।

 

                                                   ০৫ অক্টোবর ২১

১-এশিয়ান উন্নয়ন ব্যাংক (এডিবি) বাংলাদেশ কার্যালয়ের নতুন কান্ট্রি- ডিরেক্টর এডিমন জিনটিংক

  • বাংলাদেশে এডিবি’র কার্যক্রমের তত্ত্বাবধান করবেন- ২০২১-২৫ পর্যন্ত 
  • তিনি মনমোহন পারকাশের স্থলাভিষিক্ত হচ্ছেন। 
  • মনমোহন প্রকাশ সম্প্রতি এডিবির দক্ষিণ এশিয়া বিভাগে উপ-মহাপরিচালক হিসেবে যোগদান করেছেন।

                                                     ০৬ অক্টোবর ২০২১

১- একশো বছর চেষ্টার পর বিশ্ব স্বাস্থ্য সংস্থা'র (ডব্লিউএইচও) অনুমোদন পেল- বিশ্বের প্রথম ম্যালেরিয়ার প্রথম টিকা "মস্কিরিক্স "

বিস্তারিতঃ www.jobc24.com

  •  টিকাটি ১৯৮৭ সালে প্রথম উদ্ভাবন করে ব্রিটিশ ফার্মাসিউটিক্যাল কোম্পানি গ্ল্যাক্সোস্মিথক্লাইন (জিএসকে) ।
  • আরটিএস/এস টিকাটি মস্কিরিক্স নামে পরিচিত 
  • এটি আফ্রিকার বাইরে ম্যালেরিয়ার অন্য ধরণগুলোর ক্ষেত্রে প্রয়োগ করা হবে না।



                                                    অক্টোবর ৭, ২০২১

১- বাংলাদেশের বিজয়ের ৫০ বছর পূর্ণ হওয়ার আগেই ১৫০তম দেশ ভ্রমণের ব্যক্তিগত মাইলফলক স্পর্শ করলেন- নাজমুন নাহার

বিস্তারিতঃ

  •  মধ্য আফ্রিকার দ্বীপদেশ সাও টোমে ও প্রিন্সিপে পৌঁছানোর মাধ্যমে ১৫০ দেশে বাংলাদেশের পতাকা নিয়ে গেছেন 
  • দীর্ঘ ২১ বছর বহু কষ্ট ও সাধনায় ১৫০ দেশে বাংলাদেশের পতাকা নিয়ে বিশ্ব ভ্রমণের মাইলফলক পূর্ণ হলো 
  • জিম্বাবুয়ে ভ্রমণের মাধ্যমে শততম দেশ পূর্ণ করেছিলেন ২০১৮ সালের ১ জুন। 
  • এরপর গত ৩ বছরে তিনি আরও ৫০টি দেশ ঘুরেছেন।

২- জৈব জ্বালানি "বায়োভাতুর" বা 'জেডটুপয়েন্টফোর' ব্যবহার করে ইন্দোনেশিয়ায় প্রথম সফল ফ্লাইট - রাষ্ট্রীয় অ্যারোস্পেস ইন্ডাস্ট্রি দিরগানতারা ইন্দোনেশিয়ার সিএন-২৩৫ উড়োজাহাজে


                                                অক্টোবর ৭, ২০২১

১- পার্টামিনা জৈব জ্বালানির মিশ্রণ ঘটিয়ে জেট ফুয়েলের সফল পরীক্ষা চালিয়েছে-ইন্দোনেশিয়ার রাষ্ট্রীয় তেল কোম্পানি 

বিস্তারিতঃ

  • পাম কার্নেল তেল ও কেরোসিনের মিশ্রণ ব্যবহার করে পার্টামিনা ও বান্দুং ইনস্টিটিউট অফ টেকনোলজি (আইটিবি) 'বায়োভাতুর' তৈরি করেছে।

২- বিশ্বের সবচেয়ে ধনী ক্লাব সৌদি প্রিন্সের ‘নিউক্যাসল’


                                              অক্টোবর ৮, ২০২১

১- ইংলিশ প্রিমিয়ার লিগের দল নিউক্যাসল ইউনাইটেডের মালিকানা কিনে নিল সৌদি মালিকানাধীন কনসোর্টিয়াম সৌদি পাবলিক ইনভেস্ট ফান্ড (পিআইএফ)।

বিস্তারিতঃ

  • প্রায় ৩০ কোটি পাউন্ডের বিনিময়ে 
  •  সংস্থাটির প্রধান হচ্ছেন সৌদি যুবরাজ প্রিন্স মোহাম্মদ বিন সালমান। 
  • বিশ্বের শীর্ষ ৫ ধনী ক্লাব ও তাদের সম্পদের পরিমান (পাউন্ডে):

ক. সৌদি পাবলিক ইনভেস্ট ফান্ড (পিআইএফ) - নিউক্যাসল ইউনাইটেড - ৩২০ বিলিয়ন
খ. কাতার ইনভেস্টমেন্ট অথোরিটি - প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি) - ২২০ বিলিয়ন
গ. শেখ মানসুর - ম্যানচেস্টার সিটি - ২১ বিলিয়ন
ঘ. ডিট্রিস মাতেসিৎস - আর.বি লাইপজিগ ও আর.বি সালর্সবুর্গ - ১৫.৭ বিলিয়ন
ঙ. আন্দ্রেয়া আগনেল্লি - জুভেন্টাস - ১৪ বিলিয়ন




                                                  ০৮ অক্টোবর ২১

১-বিশ্ব ডিম দিবস- ০৮ অক্টোবর ২১

বিস্তারিতঃ

  • প্রতিদিন ডিম খাই, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াই’ প্রতিপাদ্যে সারাদেশে উদযাপিত হচ্ছে বিশ্ব ডিম দিবস।
  •  ১৯৯৬ সালে অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় আন্তর্জাতিক এগ কমিশনের কনফারেন্সে প্রতিবছর ডিম দিবস পালনের সিদ্ধান্ত হয়।

                                                       ৯ অক্টোবর ২০২১ 

১‘বিশ্ব ডাক দিবস’ - ৯ অক্টোবর ২০২১

বিস্তারিতঃ

  • ইনোভেট টু রিকভার’- তথা পুনরুদ্ধারে উদ্ভাবন এ প্রতিপাদ্যকে সামনে রেখে পালিত হচ্ছে
  • ১৮৭৪ সালের ৯ অক্টোবর সুইজারল্যান্ডের বার্নে ২২ দেশের প্রতিনিধিদের অংশগ্রহণে গঠিত হয় আন্তর্জাতিক পোস্টাল ইউনিয়ন। 
  • দিনটি স্মরণীয় হিসেবে রাখতে সংগঠনের পক্ষ থেকে ১৯৬৯ সালে ৯ অক্টোবরকে বিশ্ব ডাক দিবস ঘোষণা করা হয়।
  • বাংলাদেশ ১৯৭৩ সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে ইউনিভার্সেল পোস্টাল ইউনিয়ন (ইউপিইউ) এবং আন্তর্জাতিক টেলিযোগাযোগ ইউনিয়নের (আইটিইউ) সদস্য পদ লাভ করে। 
  • এরপর থেকে দেশে প্রতিবছর বিশ্ব ডাক দিবস পালিত হয়ে আসছে। 
  •  ১৮৪০ সালে প্রথম ডাকটিকিট ব্যবহার হয় ব্রিটেনে। 
  •  ১৮৫২ সালে ভারতীয় উপমহাদেশে ডাকটিকিটের প্রথম ব্যবহার শুরু হয়।
  • ১৯৭১ সালের ২৯ জুলাই ভারতীয় নাগরিক বিমান মল্লিকের ডিজাইন করা আটটি ডাকটিকিট কলকাতায় বাংলাদেশ মিশন ও লন্ডন থেকে প্রকাশিত হয়।



                                                    ১০ অক্টোবর ২০২১

১- পাকিস্তানের 'পরমাণু বোমার জনক' ড. আব্দুল কাদের খান মারা গেছেন- ১০ অক্টোবর ২০২১

বিস্তারিতঃ www.jobc24.com

  • আবদুল কাদের খান পাকিস্তানে শ্রদ্ধা সহকারে মহসিন-ই-পাকিস্তান, অতি জনপ্রিয় ড. এ. কিউ. খান হিসেবেও পরিচিত। 
  • তিনি একজন পরমাণু বিজ্ঞানী এবং একজন ধাতুবিদ্যা প্রকৌশলী।
  •  ১৯৭৬ সালে, তিনি খান গবেষণা পরীক্ষাগারসমূহ (কেআরএল) প্রতিষ্ঠিত করেন।
  • ১৯৩৬ সালে ভারতের ভোপালে জন্মগ্রহণ করেন ড. আব্দুল কাদের খান। 
  • ১৯৪৭ সালে দেশ ভাগ হলে পরিবারসহ পাকিস্তানে পাড়ি জমান । 
  • ২০০৪ সালে পারমাণবিক নিরস্ত্রীকরণ বিষয়ক স্ক্যান্ডালের কেন্দ্রে চলে আসে আবদুল কাদের খানের নাম। 
  • তিনিই প্রথম পাকিস্তানি হিসেবে হিলাল-ই ইমতিয়াজ সহ তিনটি প্রেসিডেন্সিয়াল পুরষ্কার পেয়েছেন।
  • পাকিস্তান তাদের প্রথম পারমাণবিক পরীক্ষা চালিয়েছিল ১৯৯৮ সালের মে মাসে (চাগাই, বেলুচিস্তান)

                                                 ১১ অক্টোবর ২০২১

১- দেশে গরিব বেশি -কুড়িগ্রামে

২- সবচেয়ে কম হতদরিদ্র মানুষ নারায়ণগঞ্জে। (সমীক্ষা-২০২১)

বিস্তারিতঃ

  • পরিকল্পনা কমিশনের সাধারণ অর্থনীতি বিভাগ (জিইডি) বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান (বিআইডিএস) ও যুক্তরাজ্যের বাথ বিশ্ববিদ্যালয়কে দিয়ে সমীক্ষাটি করিয়েছে।
  • সরকার এখন আয়ের ভিত্তিতে দারিদ্র্যের পরিমাপ করে। শিগগিরই আয়ের পরিবর্তে বহুমাত্রিক দারিদ্র্য সূচক দিয়ে দারিদ্র্য পরিমাপ করবে।

৩- প্রথমবারের মতো ধর্ম ও জাতি ভিত্তিতে ধনী-গরিবের হার নির্ণয়।

৪ -সম্পদে সবচেয়ে পিছিয়ে সুনামগঞ্জ, আয়ে পিছিয়ে কুড়িগ্রাম।

৫- আয়বৈষম্য সবচেয়ে বেশি খুলনায়, সবচেয়ে কম কক্সবাজারে।

৭- সবচেয়ে গরিব উপজেলা বান্দরবানের নাইক্ষ্যংছড়ি ও আলীকদম। 

৮- আয়ের দিক থেকে ধর্ম ভিত্তিতে মুসলমানদের মধ্যে হতদরিদ্রের হার -১১ শতাংশ। 

৯- এ হার হিন্দু সম্প্রদায়ের মধ্যে ১৪ শতাংশ। 

১০- খ্রিষ্টধর্মের ২১ শতাংশ ও বৌদ্ধ সম্প্রদায়ের ২২ শতাংশ মানুষ হতদরিদ্র।

  • জাতিগত ক্ষুদ্র জাতিসত্তাগুলোর মধ্যে চাকমাদের ৭১ শতাংশ, 
  • সাঁওতালদের ৪৮ দশমিক ৮ শতাংশ, 
  • মারমাদের ৬৫ শতাংশ, 
  • ত্রিপুরাদের ৭৭ শতাংশ, 
  • গারোদের ৪৭ শতাংশ, 
  • ম্রোদের ৯৮ শতাংশ, 
  • খাসিয়াদের ১৭ শতাংশ ও 
  • মণিপুরিদের ৮ শতাংশ হতদরিদ্র। 


                                                   ১১ অক্টোবর ২০২১

১- অভিনেতা ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব, স্বাধীনতা পুরস্কার ও একুশে পদক প্রাপ্ত ড. ইনামুল হক মারা গেছেন- ১১ অক্টোবর ২০২১

 বিস্তারিতঃ

  • বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক ইনামুল হকের জন্ম ১৯৪৩ সালের ২৯ মে ফেনী সদরের মটবী এলাকায়।
  • বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে তিনি দীর্ঘ ৪৩ বছর শিক্ষকতা পেশায় নিয়োজিত থাকার সময় ১৫ বছর রসায়ন বিভাগের চেয়ারম্যান এবং দুই বছর ইঞ্জিনিয়ারিং বিভাগের ডিন হিসেবে দায়িত্ব পালন করেন। 
  • ফাদার গাঙ্গুলীর নির্দেশনায় তখন তিনি ‘ভাড়াটে চাই’ নাটকে প্রথম অভিনয় করেন। (মঞ্চ)
  • ইনামুল হক অভিনীত প্রথম টিভি নাটক মোস্তফা মনোয়ার পরিচালিত ‘মুখরা রমনী বরশীকরণ’।  
  • দেশ স্বাধীনের পর বিটিভির প্রথম নাটক ‘বাংলা আমার’ এবং একুশের প্রথম নাটক ‘মালা একশত মালঞ্চের’র তারই লেখা ছিলো।
২- ২০১২ সালে ড. ইনামুল হক একুশে পদক লাভ করেন। 

৩- ২০১৭ সালে তাকে স্বাধীনতা পুরস্কারে ভূষিত করে সরকার।



                                       ১৩ অক্টোবর ২০২১

১- বিশ্বের প্রবীণতম মহাকাশচারী ব্যক্তি কানাডিয়ান অভিনেতা উইলিয়াম শাটনার (৯০ বছর)

  • আজ থেকে ৫৫ বছর আগে আমেরিকায় যখন প্রিমিয়ার শো হয়েছিল দুনিয়া কাঁপানো টেলিভিশন সিরিয়াল ‘স্টার ট্রেক-অরিজিনাল সিরিজ’-এর তখন তার বয়স ছিল ৩৫।
  • ধনকুবের জেফ বেজসের সংস্থা ব্লু অরিজিন-এর বানানো ‘নিউ শেফার্ড’ রকেটে চেপে। 
  • টেক্সাসের ভ্যান হর্নের মহাকাশ বন্দর থেকে শাটনার এবং তার তিন সঙ্গীকে নিয়ে নিউ শেফার্ড রকেটের উৎক্ষেপণ হয়েছিল বুধবার বাংলাদেশ সময় সন্ধ্যা ৮টার কিছু আগে।





                                                 ১৬ অক্টোবর ২০২১

১- আইনের শাসন প্রতিষ্ঠায় বিশ্বের ১৩৯টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ১২৪তম। শীর্ষে ডেনমার্ক, সর্বনিম্নে ভেনেজুয়েলা ।

  • আন্তর্জাতিক নাগরিক সমাজ সংস্থা ওয়ার্ল্ড জাস্টিস প্রজেক্টের (ডব্লিউজেপি) ‘রুল অব ল ইনডেক্স ২০২১’-এ দক্ষিণ এশিয়ায় ছয়টি (ভুটান ও মালদ্বীপ নেই) দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান চতুর্থ।

২- ১৩তম সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপে নেপালকে ৩-০ গোলে হারিয়ে অষ্টমবারের মতো শিরোপা জিতল ভারত

৩- টুর্নামেন্টে ৫ গোল করে সর্বোচ্চ গোলদাতা এবং সেরা খেলোয়াড় সুনীল ছেত্রী



                                              অক্টোবর ১৭, ২০২১ 

১- সৌরজগতে জীবাশ্মের সন্ধানে বৃহস্পতির পথে -নভোযান লুসি

বিস্তারিতঃ www.jobc24.com

  • বৃহস্পতি বা জুপিটার গ্রহের কাছে যেসব গ্রহাণু ঘুরে বেড়াচ্ছে, সেগুলো পরীক্ষা-নিরীক্ষা করে দেখতে সেখানে একটি মহাকাশযান পাঠিয়েছে নাসা

  • ২- জাতীয়ভাবে দেশব্যাপী 'শেখ রাসেল দিবস' উদ্‌যাপিত হয়- ১৮ অক্টোবর ২০২১ তারিখে। দিবসের প্রতিপাদ্য "শেখ রাসেল দীপ্ত জয়োল্লাস, অদম্য আত্মবিশ্বাস"




                                            অক্টোবর ১৮, ২০২১

১- টানা চার বলে চার উইকেট নিয়ে ডাবল হ্যাটট্রিক করে ইতিহাসে আয়ারল্যান্ডের কার্টিস ক্যাম্পার

২- টানা চার বলে চার উইকেট  - ক্রিকেটের পরিভাষায় এটিকে বলে ডাবল হ্যাটট্রিক। 

বিস্তারিতঃ

  • টি-টোয়েন্টি বিশ্বকাপে এমন নজির এই প্রথম।

- আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম আইরিশ ক্রিকেটার হিসেবে তিনি পেলেন হ্যাটট্রিকের স্বাদ।

বিপক্ষ নেদারল্যান্ড  

  • টি-টোয়ন্টি বিশ্বকাপে এটি মাত্র দ্বিতীয় হ্যাটট্রিক। 
  • এর আগে ২০০৭ সালে বাংলাদেশের বিপক্ষে হ্যাটট্রিক করেন ব্রেট লি। 

৪- টি-টোয়েন্টিতে টানা চার বলে উইকেট অর্থাৎ ডাবল হ্যাটট্রিকের আরও দুটি নজির আছেঃ

  • ২০১৯ সালে আয়ারল্যান্ডের বিপক্ষে করেছিলেন আফগানিস্তানের রশিদ খান। 
  • ওই বছরই নিউজিল্যান্ডের বিপক্ষে ডাবল হ্যাটট্রিক করেন শ্রীলঙ্কান কিংবদন্তি লাসিথ মালিঙ্গা

৫- বাংলাদেশ ও ভারত যৌথভাবে ১৮টি দেশে "মৈত্রী দিবস" পালন করবে- ৬ ডিসেম্বর, ২০২১ তারিখে।

বিস্তারিতঃ

  • বাংলাদেশের স্বাধীনতার ৫০ বছর এবং বাংলাদেশ-ভারত কূটনৈতিক সম্পর্কের ৫০তম বছর উপলক্ষে এ দিবস পালন করা হবে। 
  • ইতিহাসে এই দিনটিকে যত্ন করে আগলে রাখতে দুই বন্ধু প্রতিম রাষ্ট্র ‘মৈত্রী দিবস’ লগো ও ব্যাকড্রপ নকশা প্রতিযোগিতার আয়োজন করছে। 



                                                    ১৯ অক্টোবর ২০২১

১- নোবেল পুরস্কারের অনুকরণে ‘আর্থশট’ পুরস্কার প্রবর্তন করলেন ব্রিটিশ রাজপরিবারের উত্তরাধিকারী - প্রিন্স উইলিয়াম।

  বিস্তারিতঃ

  • জলবায়ু সংকট ও পৃথিবীর সবচেয়ে বড় চ্যালেঞ্জগুলোর মোকাবিলায় পরিবেশ ও প্রকৃতি রক্ষার নতুন নতুন ধারণা এবং প্রযুক্তি উদ্ভাবনের জন্য এই পুরস্কার প্রবর্তন। 
  • পাঁচ ভিন্ন ভিন্ন ক্যাটাগরি বা বিভাগে দেওয়া হবে এই পুরস্কার। ক্যাটাগরিগুলো হচ্ছে-

২- প্রকৃতি সুরক্ষাবিষয়ক প্রোটেক্ট অ্যান্ড রেসটোর ন্যাটার 

৩- পরিষ্কার বায়ুবিষয়ক ক্লিন আওয়ার এয়ার, 

৪- মহাসাগরবিষয়ক রিভাইভ আওয়ার ওসানস, 

৫- বর্জ্য ব্যবস্থাপনাবিষয়ক বিল্ড আ ওয়েস্ট-ফ্রি ওয়ার্ল্ড ও জলবায়ুবিষয়ক ফ্রিক্স আওয়ার ক্লাইমেট।

বিস্তারিতঃ

  • প্রত্যেক বিজয়ীকে দেওয়া হবে ১০ লাখ পাউন্ড। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ ১১ কোটি ৭৬ লাখ টাকারও বেশি।

৬- ২০২১ থেকে ২০৩০ পর্যন্ত ১০ বার এই পুরস্কার দেওয়া হবে। 

৭- আর্থশট পুরস্কার পেয়েছে বাংলাদেশের সংস্থা সোল বাজার।  



                                    অক্টোবর ২০, ২০২১

১- মেধা সূচকে বিশ্বের ১৩৪টি দেশের মধ্যে বাংলাদেশ ১২৩তম অবস্থানে।

২-ফরাসি বিজনেস স্কুল ইনসিড এবং অলাভজনক গবেষণা সংস্থা পোর্টুল্যান্স ইনস্টিটিউট গতকাল মঙ্গলবার এ তালিকা প্রকাশ করেছে।

৩-গ্লোবাল ট্যালেন্ট কম্পিটিটিভনেস ইনডেক্সে (জিটিসিআই) বাংলাদেশের এ অবস্থান মধ্য ও দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে সবার নিচে। 

৪- তালিকায় প্রথম - সুইজারল্যান্ড



                                                  ২১ অক্টোবর ২০২১

১- জন্মশতবার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি লেখা চিঠি থেকে সংকলন গ্রন্থ - ‘প্রিয় বঙ্গবন্ধু’ প্রকাশ করেছে আওয়ামী যুবলীগ

  • ‘প্রিয় বঙ্গবন্ধু’ সংকলন গ্রন্থের সম্পাদক ও প্রকাশক যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ এবং নির্বাহী সম্পাদক যুবলীগ সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল। 

২- মুখবন্ধ লিখেছেন জাতীয় অধ্যাপক ড. রফিকুল ইসলাম ও প্রচ্ছদ এঁকেছেন ইন্দ্রনীল চট্টোপাধ্যায়।


                                                   ২১ অক্টোবর ২০২১

১- প্রথমবারের মত পরীক্ষামূলকভাবে মানুষের শরীরে শূকরের কিডনি প্রতিস্থাপনে সফলতা পাওয়ার কথা জানিয়েছেন -যুক্তরাষ্ট্রের গবেষকরা

  •  চিকিৎসাশাস্ত্রের ইতিহাসে এই প্রথমবারের মতো মানব শরীরে অন্য কোনো প্রাণীর কিডনি প্রতিস্থাপন করা হয়। 
  • কিডনি প্রতিস্থাপনে নেতৃত্ব দেন ট্রান্সপ্ল্যান্ট সার্জন ড. রবার্ট মন্টগোমারি।
  • প্রক্রিয়াটি সম্পন্ন করেছেন নিউ ইয়র্ক সিটির ‘এনওয়াইইউ ল্যাংগোন হেলথ’ এর গবেষকরা।
  • ২৫ সেপ্টেম্বর নিউইয়র্কে দুইঘণ্টা ধরে ওই প্রতিস্থাপন প্রক্রিয়া সম্পন্ন হয়।



                                         ২৪ অক্টোবর ২০২১

১- কুয়াকাটাকে সরাসরি সড়ক পথে সংযোগকারী ‘পায়রা সেতু’র উদ্বোধন - ২৪ অক্টোবর ২০২১

  •  চট্টগ্রামের কর্ণফুলী নদীর ওপর শাহ আমানত সেতুর আদলে নান্দনিক নকশায় সেতুটি নির্মাণ করা হয়েছে।
  • চার লেনের ১৪৭০ মিটার দৈর্ঘ্যের এ সেতুটির প্রস্থ ১৯.৭৬ মিটার। 
  • সেতুর সংযোগ সড়কের দৈর্ঘ্য ১২৬৮ মিটার এবং প্রস্থ ২২.৮০ মিটার। 
  • সেতুতে ৩২টি স্প্যান ও ৩৩৮টি পাইল রয়েছে। 
  • যার মধ্যে মূল সেতুর পাইল সংখ্যা ৫২টি। 
  • আর এ সেতুর গভীরতম পাইলের দৈর্ঘ্য ১৩০ মিটার, যার সংখ্যা ৪০টি। 
  • এছাড়া পিয়ার সংখ্যা ৩১টি। 
  • নদীর মাঝখানে মাত্র একটি খুঁটি বা পিলার ব্যবহার করা হয়েছে।
  • জলতল থেকে সেতুটি ১৮ দশমিক ৩০ মিটার উঁচু। 
  • সেতুর উভয় পারে সাত কিলোমিটারজুড়ে নির্মাণ করা হয়েছে সংযোগ সড়ক। 
  • নির্মাণে অর্থায়ন করেছে কুয়েত ফান্ড ফর আরব ইকোনমিক ডেভেলপমেন্ট ও ওপেক ফান্ড ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট। 
  • নির্মাণ কাজ করেছে চীনের ঠিকাদারি প্রতিষ্ঠান লংজিয়ান রোড অ্যান্ড ব্রিজ কনস্ট্রাকশন।
  • সেতুটি নির্মাণে ব্যয় হয়েছে ১৪৪৭ দশমিক ২৪ কোটি টাকা। 
  • এ সেতু ফরিদপুর, মাদারীপুর, শরীয়তপুর, গোপালগঞ্জ, বরিশাল ও ঝালকাঠির সঙ্গে পটুয়াখালী ও বরগুনা জেলাকে সরাসরি সড়ক পথের সঙ্গে সংযুক্ত করেছে। 
  • সরকার ২০১২ সালের মে মাসে পায়রা সেতু নির্মাণ প্রকল্পের অনুমোদন দেয়। 
  • ২০১৩ সালের ১৯ মার্চ প্রধানমন্ত্রী শেখ হাসিনা পায়রা সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।
  • বাতি জ্বলবে সৌর বিদ্যুতের সাহায্যে।
  • দেশে প্রথমবারের মতো এই সেতুতে ‘ব্রিজ হেলথ মনিটর’ স্থাপিত হচ্ছে। যার ফলে বজ্রপাত, ভূমিকম্পসহ প্রাকৃতিক দুর্যোগ কিংবা অতিরিক্ত মালামাল বোঝাই যানবাহন চলাচলে সেতুর ভাইব্রেশন সিস্টেমে কোনো ক্ষতির আশঙ্কা থাকলে সেই বিষয়ে সংকেত দেবে। 
  • সেতুর পিলারের পাশে নিরাপত্তা পিলার স্থাপন করা হয়েছে। এতে কোনো কিছুর ধাক্কায় সেতুর ক্ষতি ঠেকানো সম্ভব হবে, বাড়বে সেতুর স্থায়িত্ব।


                                                    অক্টোবর ৩১, ২০২১

১- বঙ্গবন্ধু ইনোভেশন গ্রান্ট-২০২১ প্রতিযোগিতায় জিতল বাংলাদেশি তরুণদের স্টার্টআপ-  ''ওপেন রিফ্যাক্টরি'

  • স্বয়ংক্রিয়ভাবে প্রোগ্রামিংয়ের ভুল শনাক্ত ও সংশোধন করার জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারকারী এ স্টার্টআপ গতকাল শনিবার এ পুরস্কার জেতে।
  • দেশ-বিদেশের ৩৬টি স্টার্টআপকে মোট ৩ দশমিক ৬০ কোটি টাকা দেওয়া হয়। 
  • ১৪২টি দেশে পরিচালিত এ ক্যাম্পেইনের প্রাথমিক পর্যায়ে বাংলাদেশসহ ৫৭টি দেশের ৭ হাজারেরও বেশি স্টার্টআপ ও উদ্ভাবক অংশ নেয়।
  • আইসিটি বিভাগের অধীনে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের (বিসিসি) ইনোভেশন ডিজাইন অ্যান্ড এন্টারপ্রেনারশিপ একাডেমি প্রজেক্ট (আইডিয়া) এ অনুষ্ঠানের আয়োজন করে।

  • 0Blogger Comment
  • Facebook Comment

Post a Comment

Time And Date

সময় এবং তারিখ

ঢাকা,বাংলাদেশ